Last Updated: Monday, October 15, 2012, 14:25
ক্যানসারকে হেলায় হারিয়ে বাইশ গজে আবার বীর বিক্রমে হাজির যুবরাজ ম্যাজিক। হায়দরাবাদে দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে সোমবার ঝকঝকে দ্বিশতরান উপহার দিলেন যুবি। মারণ রোগ থেকে সেরে ওঠার পর প্রথম শ্রেণীর ক্রিকেট এই বাঁ হাতির আজকের পারফরমেন্স ভারতীয় টেস্ট দলে তাঁর প্রত্যাবর্তনের দাবি আরও জোরাল করল।