Dum Dum air port gold recovery

দমদম বিমান বন্দর থেকে উদ্ধার ৬ কেজি সোনা

ফের সোনা উদ্ধার হল দমদম বিমানবন্দরে। আজ সকালে দক্ষিণ ভারতের ৩ বাসিন্দার কাছ থেকে ৬ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। ওই তিনযাত্রী সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন।

শুল্ক দফতরের কর্তাদের সন্দেহ হওয়ায় ওই তল্লাশি চালান তাঁরা। তল্লাশিতে যাত্রীদের পকেট ও ব্যাগ থেকে ছটি সোনার বাট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার দর এক কোটি আশি লক্ষ টাকা। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিস।

সোনা উদ্ধার হয়েছে হাওড়া স্টেশন থেকেও। হাওড়া স্টেশনে ১৮ টি সোনার বিস্কুট উদ্ধার করল আরপিএফ। গত কাল রাতে বিভূতি এক্সপ্রেস থেকে দুই ব্যক্তিকে আটক করে আরপিএফ। উদ্ধার হয় দুবাইতে তৈরি ওই সোনার বিস্কুট গুলি, যার মোট ওজন দু কেজির বেশি। ধৃতদের কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাস্টমস।

First Published: Saturday, March 29, 2014, 16:04


comments powered by Disqus