Last Updated: Saturday, March 29, 2014, 16:13
ফের সোনা উদ্ধার হল দমদম বিমানবন্দরে। আজ সকালে দক্ষিণ ভারতের তিন বাসিন্দার কাছ থেকে ৬ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। অন্যদিকে হাওড়া স্টেশনে ১৮টি সোনার বিস্কুট উদ্ধার করল আরপিএফ। গত কাল রাতে বিভূতি এক্সপ্রেস থেকে দুই ব্যক্তিকে আটক করে আরপিএফ। উদ্ধার হয় দুবাইতে তৈরি ওই সোনার বিস্কুট গুলি, যার মোট ওজন ২ কেজির বেশি।