Last Updated: December 19, 2012 19:58

ডানকান ফ্লেচারকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই তলে তলে শুরু করে দিয়েছে বিসিসিআই। পরবর্তী কোচ খোঁজার কাজও চলছে। ঠিক এইসময় ফ্লেচারের বিরুদ্ধে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অভিযোগ বিতর্ককে আরও উসকে দিল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বোর্ড কর্তাদের জানিয়েছেন ফ্লেচার যেভাবে কাজ করছেন তা তাদের কাছে অস্বস্তিকর।
ভারতীয় দলের এক সদস্য তো বলেই দিয়েছেন ফ্লেচার অস্ট্রেলিয়া সফরে রাহুল দ্রাবিড়কে ক্রমাগত টিপস দিয়েছিলেন যাতে সে ছন্দে ফিরতে পারে। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁর মতে ফ্লেচারের কাজের ধরন হয়তো দ্রাবিড়ের মত অন্য ব্যাটসম্যানদের কাছেও দুর্বোধ্য। তাই সচিনও হয়তো সফল হননি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে। দলের সিনিয়র ক্রিকেটাররা ফ্লেচারের কাজে খুশি না হলেও তাঁর পিছনে দাঁড়িয়েছেন একমাত্র ধোনি।
First Published: Wednesday, December 19, 2012, 19:58