Last Updated: Tuesday, April 1, 2014, 20:05
খাতায় কলমে তিনি নেই, অথচ তিনি আছেন। ভারতীয় ক্রিকেটে কোচ সিদ্ধান্ত নিয়ে এমনটাই ফের প্রমাণ হল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে এন শ্রীনিবাসনকে সরিয়ে সুনীল গাভাসকরকে সভাপতি হিসাবে আনা হলেও আদপেও শ্রীনির দাপট রয়েই গিয়েছে। গাভাসকরের ঘোর অপছন্দের ডানকন ফ্লেচারকে ২০১৫ বিশ্বকাপ অবধি রেখে দেওয়ার সিদ্ধান্তটা প্রমাণ করল ভারতীয় ক্রিকেটে শ্রীনিই এখনও শেষ কথা।