শ্রীনির পছন্দ তাই বিশ্বকাপ অবধি ফ্লেচারকেই কোচ রেখে দিল বোর্ড

বিশ্বকাপ অবধি ফ্লেচারকেই কোচ রেখে দিল বোর্ড

বিশ্বকাপ অবধি ফ্লেচারকেই কোচ রেখে দিল বোর্ড------------------------------------------------
খাতায় কলমে তিনি নেই, অথচ তিনি আছেন। ভারতীয় ক্রিকেটে কোচ সিদ্ধান্ত নিয়ে এমনটাই ফের প্রমাণ হল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে এন শ্রীনিবাসনকে সরিয়ে সুনীল গাভাসকরকে সভাপতি হিসাবে আনা হলেও আদপেও শ্রীনির দাপট রয়েই গিয়েছে। গাভাসকরের ঘোর অপছন্দের ডানকন ফ্লেচারকে ২০১৫ বিশ্বকাপ অবধি রেখে দেওয়ার সিদ্ধান্তটা প্রমাণ করল ভারতীয় ক্রিকেটে শ্রীনিই এখনও শেষ কথা।

বিদেশের মাটিতে একের পর এক সিরিজে মাথা হেঁট করে ফেরার পর ফ্লেচার তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। গোটা নিউজিল্যান্ড সিরিজে একটাও ম্যাচ জিততে না পারার পর জিম্বাবোয়ের এই কোচকে তুলোধনা করেছিলেন গাভাসকর থেকে শুরু করে দেশের প্রায় সব প্রাক্তন ক্রিকেটার। বাংলাদেশে টি ২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শ্রীনি ফ্লেচারকে আশ্বস্ত করেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপে তিনিই ধোনিদের কোচ হিসাবে থাকছেন। এরপর শীর্ষ আদালতের তত্‍পরতায় ভারতীয় ক্রিকেটে বদল আসেন সভাপতি হিসাবে আসেন গাভাসকর। মনে করা হয়েছিল এবার হয়ত ফ্লেচার সরবেন। কিন্তু কোথায় কী!

সময় নেই তাই খারাপ পারফরম্যান্স সত্ত্বেও ২০১৫ বিশ্বকাপ অবধি চাকরি টিকে গেল ভারতীয় দলের কোচ ডানকন ফ্লেচারের। ফ্লেচারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো সিদ্ধান্ত নেওয়া কারণ হিসাবে ভারতীয় বোর্ড বলছে, সামনেই ইংল্যান্ড- অস্ট্রেলিয়ার মত গুরুত্বপূর্ণ সিরিজ। নতুন কাউকে কোচ হিসাবে আনলে তিনি সময় পাবেন না তাই ফ্লেচারকেই রেখে দেওয়া হচ্ছে।

ভারতীয় ক্রিকেটে ফ্লেচার দায়িত্ব নেওয়ার পর টেস্টে প্রায় সব বড় দলের বিরুদ্ধেই হেরেছে ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশ (০-৪), দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে সিরিজ হারের পাশাপাশি একটা টেস্টেও জিততে না পারা। এশিয়া কাপে বিপর্যয়। সব কিছুই ঘটে গিয়েছে।

First Published: Tuesday, April 1, 2014, 20:07


comments powered by Disqus