রুইয়ার আইনজীবী কল্যাণ, শুনেই রাগে ফেটে পড়ল সাহাগঞ্জ

রুইয়ার আইনজীবী কল্যাণ, শুনেই রাগে ফেটে পড়ল সাহাগঞ্জ

Tag:  Dunlop sahaganj ruia kalyan
রুইয়ার আইনজীবী কল্যাণ, শুনেই রাগে ফেটে পড়ল সাহাগঞ্জডানলপে লিকুইডেটর নিয়োগ মামলায় স্থগিতাদেশ চেয়ে রুইয়া গোষ্ঠীর হয়ে সওয়াল করলেন কল্যাণ ব্যানার্জি। এখবর শোনামাত্রই বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ডানলপ কারখানা চত্বর। তৃণমূল সাংসদের এই ভূমিকার বিরোধিতায় সরব হন জয়েন্ট অ্যাকশন কমিটির মঞ্চের শ্রমিকরা। ডানলপে লিকুইডেটর নিয়োগের বিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার। তবে রুইয়া গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে লিকুইডেটর নিয়োগের ওপর স্থগিতাদেশও দেয়নি হাইকোর্ট।

ডানলপ কারখানা পুনরায় খোলা, শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতে প্রকাশ্যে ডানলপের কর্ণধার পবন রুইয়ার কাছে এবিষয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন নিজের ক্ষোভও চাপা রাখেননি তিনি। বিরোধী আসনে থাকাকালীন ডানলপে পৃথক মঞ্চও গড়ে তুলেছিল তৃণমূল। অথচ বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেশায় আইনজীবী তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জিই সওয়াল করেছেন রুইয়া গোষ্ঠীর হয়ে। এখবর শোনা মাত্রই ডানলপের শ্রমিকদের ক্ষোভের আগুনে ঘি পড়ে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলকে মেশানো ঠিক নয়।

ডানলপে লিকুইডেটর নিয়োগের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল ডানলপ কর্তৃপক্ষ। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এদিন যদিও স্থগিতাদেশ পায়নি  ডানলপ কর্তৃপক্ষ। স্পেশ্যাল অফিসার নিয়োগ করে ডানলপের যাবতীয় সম্পত্তির মূল্য নির্ধারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলাতেই ডানলপের হয়ে সওয়াল করেন কল্যাণ ব্যানার্জি।

বৃহস্পতিবার লিকুইডেটর আসবেন এই খবরে কারখানার সামনে ভিড় করেছিলেন ডানলপের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা। কারখানা খুলুক বা না খুলুক , এখন বকেয়ার আশাতেই বুক বাঁধছেন তাঁরা।

First Published: Thursday, March 29, 2012, 23:33


comments powered by Disqus