Last Updated: Saturday, April 19, 2014, 22:45
নাচে, গানে, বাদ্যিতে জমজমাট হুগলির ভোট প্রচার। ভোটারদের দাবি মেনে গান গাইছেন বাপি লাহিড়ি। পাল্টা প্যারডিতে বিজেপি প্রার্থীকে কোণঠাসা করার চেষ্টায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনভ্যস্ত হাতে বাজনার দলে সঙ্গত করতে নেমে পড়ছেন আবদুল মান্নান। শ্রীরামপুর কেন্দ্রে তিন হেভিওয়েটের ভোটের লড়াই এখন তুঙ্গে।শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাপি লাহিড়ী। যতই রাজনীতির আসের নামুন, তাঁর কাছ থেকে গানই শুনতে চায় জনতা। সেকারণে প্রচারে গিয়েও গান শোনানোর আর্জি ফেলতে পারছেন না। ভোটারদের মন রাখতে কখনও দু কলি, কখনও আবার পুরো গানটাই গাইছেন বাপ্পিদা।