Last Updated: March 26, 2012 18:59

কলকাতা হাইকোর্টের রায়ে বড় ধাক্কা খেল ডানলপ কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে চলতে থাকা একটি মামলার রায়ে ডানলপ কারখানায় লিকুইডেটর নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যার ফলে আপাতত ডানলপ কারখানার মালিকানা হারাচ্ছে রুইয়া গোষ্ঠী। হাইকোর্ট নিযুক্ত লিকুইডেটর ডানলপের সব সম্পত্তি নিলাম করে প্রাপ্ত অর্থ দিয়ে পাওনাদারদের টাকা মিটিয়ে দেবেন। পাওনা মেটানোর দাবিতে ১২টি সংস্থা ডানলপ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল।
এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে চলেছেন ডানলপ কর্তৃপক্ষ। গত অক্টোবর মাস থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কারখানার উত্পাদন। রাজ্য সরকারের দাবি, ডানলপ কর্তৃপক্ষের কাছে ৭০ কোটি টাকা পাওনা রয়েছে তাদের। সেকারণে এবার অ্যাডেড পার্টি হওয়ার কথা ভাবছে সরকারও।
First Published: Monday, March 26, 2012, 18:59