Last Updated: Monday, March 26, 2012, 18:59
কলকাতা হাইকোর্টের রায়ে বড় ধাক্কা খেল ডানলপ কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে চলতে থাকা একটি মামলার রায়ে ডানলপ কারখানায় লিকুইডেটর নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যার ফলে আপাতত ডানলপ কারখানার মালিকানা হারাচ্ছে রুইয়া গোষ্ঠী। হাইকোর্ট নিযুক্ত লিকুইডেটর ডানলপের সব সম্পত্তি নিলাম করে প্রাপ্ত অর্থ দিয়ে পাওনাদারদের টাকা মিটিয়ে দেবেন। পাওনা মেটানোর দাবিতে ১২টি সংস্থা ডানলপ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল।