Last Updated: April 4, 2012 18:18

ডানলপ কারখানার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব খতিয়ে দেখার জন্য, বুধবার কারখানায় গিয়েছিলেন হাইকোর্ট নিযুক্ত বিশেষ আধিকারিক। কে আনন্দ রাওয়ের নেতৃত্বে ৫ সদস্যের লিক্যুইডেটর দল বিকেলে কারখানায় যান। বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তাঁরা। খতিয়ে দেখেন নানা নথিপত্রও।
First Published: Wednesday, April 4, 2012, 18:18