Last Updated: August 6, 2013 10:44

দুর্গা শক্তি নাগপালের পাশে এবার এসে দাঁড়াল ওয়াকফ বোর্ড। উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের একটি কমিটি পরিষ্কার জানিয়ে দিল মসজিদের দেওয়াল ভাঙা নিয়ে কোনও নির্দেশই দেননি আইএএস অফিসার দুর্গা শক্তি নাগপাল।
ওয়াকফ বোর্ডের ওই কমিটি ডানকৌর অঞ্চলের কাদালপুর গ্রামে সরজমিনে তদন্তে গিয়েছিলেন। ওই কমিটি জানিয়েছে গ্রামবাসীরা তাঁদের জানিয়েছেন দুর্গা শক্তি গ্রামে শুধু মাত্র পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলেন। তিনি গ্রামবাসীদের শুধুমাত্র বলেছিলেন সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে মসজিদ বানাতে।
ওই কমিটি জানিয়েছে অবৈধ ভাবে ওয়াকফ বোর্ডের জমি দখলদারীর বিরোধিতা করেই দূর্গা বালি মাফিয়াদের রোষানলে পড়েন।
ওয়াকফ বোর্ডের কমিটি তাদের পর্যবেক্ষণের রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। কমিটির সদস্যরা রাজ্য সরকারের কাছে দূর্গা শক্তি নাগপালের সাসপেনশন তুলে নেওয়ার অনুরোধ করেছেন।
সোমাবার স্থানীয় একটি তদন্ত শাখাও রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্ট অনুযায়ী মসজিদের দেওয়াল ভাঙার সময় ঘটনাস্থলে সার্কেল অফিসার উপস্থিত থাকলেও ছিলেন না দূর্গা।
সারা দেশজুরে আইএএস দূর্গার সাসপেনশনের জন্য তীব্র সমালোচনার মুখে পড়লেও এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গতকাল তিনি বিবৃতি দিয়ে জানান ``কোনও আধিকারিক যদি ভুল করেন সেক্ষেত্রে তাঁকে শাস্তি পেতেই হবে। এই ব্যাপারে দ্বিতীয় ভাবনার কোনও স্থান নেই।``
ছেলের সুরে গলা মিলিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবও। সোমবার তিনি জানান দুর্গা শক্তিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত সঠিক।
First Published: Tuesday, August 6, 2013, 10:44