Last Updated: Tuesday, August 6, 2013, 10:44
দুর্গা শক্তি নাগপালের পাশে এবার এসে দাঁড়াল ওয়াকফ বোর্ড। উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের একটি কমিটি পরিষ্কার জানিয়ে দিল মসজিদের দেওয়াল ভাঙা নিয়ে কোনও নির্দেশই দেননি আইএএস অফিসার দুর্গা শক্তি নাগপাল।