স্ত্রী, কন্যাদের খুন করে গণধোলাইয়ে মৃত্যু এক ব্যক্তির

স্ত্রী, কন্যাদের খুন করে গণধোলাইয়ে মৃত্যু এক ব্যক্তির

স্ত্রী, কন্যাদের খুন করে গণধোলাইয়ে মৃত্যু এক ব্যক্তিরঅন্তঃস্বত্ত্বা স্ত্রী ও ৩ কন্যাসন্তানকে বিষ খাইয়ে খুন করলেন এক ব্যক্তি। তারপর জনতার মারে মৃত্যু হল তাঁরও। এই ভাবেই দুর্গাপুরের জেমুয়ায় শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা স্ত্রী আহিমা বিবি ও ৩ কন্যাসন্তান আমিনা খাতুন, সালেমা খাতুন ও হাল্লু খাতুনকে বিষ খাইয়ে খুন করেন শেখ বরকত আলি। 

স্ত্রী ও সন্তানদের হত্যার পর বরকতকে বেধড়ক মারধর করেন এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় বরকতের। এলাকাবাসীদের সন্দেহ, ফের কন্যাসন্তান জন্মাতে পারে এই আশঙ্কাতেই অন্তঃসত্ত্বা স্ত্রী সমেত গোটা পরিবারকে খুন করেছেন ওই ব্যক্তি।


First Published: Friday, April 13, 2012, 14:28


comments powered by Disqus