Last Updated: Friday, April 13, 2012, 14:28
অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও ৩ কন্যাসন্তানকে বিষ খাইয়ে খুন করলেন এক ব্যক্তি। তারপর জনতার মারে মৃত্যু হল তাঁরও। এই ভাবেই দুর্গাপুরের জেমুয়ায় শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা স্ত্রী আহিমা বিবি ও ৩ কন্যাসন্তান আমিনা খাতুন, সালেমা খাতুন ও হাল্লু খাতুনকে বিষ খাইয়ে খুন করেন শেখ বরকত আলি।