Last Updated: April 25, 2013 14:59

রাজ্যজুড়ে বেকারদের কাজের দাবিতে আজ মহাকরণ অভিযান করছে ডিওয়াইএফআই সহ আটটি বাম যুব সংগঠন। বেলা আড়াইটে নাগাদ কলেজ স্ট্রিট থেকে তাদের মিছিল শুরু হয়। মিছিল যাবে মহাকরণের উদ্দেশে।
বাম যুব সংগঠনগুলির অভিযোগ, বেকারদের চাকরির সুযোগ করে দিতে সরকার কার্যত কোনও উদ্যোগ নিচ্ছে না। তাদের আরও অভিযোগ, বেআইনিভাবে এবং অত্যন্ত কম বেতনের বিনিময়ে দলীয় কর্মীদের বিভিন্ন দফতরে গ্রুপ ডি পদে নিয়োগ করছেন মন্ত্রীরা। কাজের দাবির পাশপাশি এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত চাইবে তারা। আজকের কর্মসূচিতে যাতে কোনওভাবেই যুবদের তরফ থেকে কোনওরকম অশান্তি না ছড়ায় তারজন্য ডিওয়াইএফআই সহ যুব নেতাদের নির্দেশ দিয়েছেন বামফ্রন্টের শীর্ষনেতারা। কোনওভাবেই নয়ই এপ্রিল যোজনা কমিশনের সামনে যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি ঘটুক তা চাইছে না বামফ্রন্ট।
First Published: Thursday, April 25, 2013, 14:59