Last Updated: Sunday, April 14, 2013, 22:30
জেলখানা থেকে মাকে লেখা চিঠিতে ছেলেটা জানিয়েছিল, ১৮ তারিখ বাড়ি আসবে। কিন্তু রবিবারই ছেলেটাকে প্যারোলে আসতে হল বাড়িতে, মায়ের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে। বুধবার রাতে শিলিগুড়িতে আরও পঞ্চাশ জনের সঙ্গে পুলিস গ্রেফতার করেছিল ডিওয়াইএফআই নেতা অমিত দে-কে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা বাণী দে। পরিবারের লোকেদের কথায়, ছেলের জন্য উদ্বেগেই মৃত্যু হল বাণীদেবীর।