Last Updated: July 17, 2013 11:54
পঞ্চায়েত নির্বাচনের আগের দিন ডিওয়াইএফ-এর এক নেতাকে খুনের চেষ্টার ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। ঘটনাটি ঘটে পদ্মরহাটের হাসপাতাল মোড়ে। মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়ির জানালা দিয়ে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী।
অন্ধকারে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ডিওয়াইএফ-এর জোনাল কমিটির সদস্য আমির আলি মণ্ডল। গুলি লাগে আলমারিতে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে পড়েন সস্ত্রীক আমির আলি মণ্ডল।
তখনই তিনি কয়েকজনকে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যেতে দেখেন বলে জানান আমির আলি মণ্ডল। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিস। এলাকায় তল্লাসি চালিয়ে তারা বাড়ির পিছন থেকে বেশকয়েকটি বোমা উদ্ধার করে। উদ্ধার হয়েছে গুলিও। এই ঘটনার প্রতিবাদে রাতেই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন ডিওয়াইএফ নেতা আমির আলি মণ্ডল।
First Published: Wednesday, July 17, 2013, 13:41