Last Updated: Saturday, July 20, 2013, 10:34
ভোট চলাকলীনই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সিআইএসএফের গুলিতে মৃত্যু হল এক এসইউসিআই কর্মীর। নাম অমল হালদার। ভোট দিতে দীর্ঘ সময় লাগার কারণে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকারীদের হঠাতে সিআইএসএফ জওয়ানরা লাঠি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করে। এরপরই তিন রাউন্ড গুলি চালায় সিআইএসএফ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই মৃত্যু হয় অমল হালদারের। ঘটনার জেরে আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসএইসিআই।