মৃত্যুশয্যায় স্বপ্নের বিয়ের পরই চিরঘুমে চলে গেলেন রউডেন

মৃত্যুশয্যায় স্বপ্নের বিয়ের পরই চিরঘুমে চলে গেলেন রউডেন

মৃত্যুশয্যায় স্বপ্নের বিয়ের পরই চিরঘুমে চলে গেলেন রউডেন"যখন তুমি কিছু মন থেকে চাও, সারা বিশ্বব্রহ্মাণ্ড পরিকল্পনা করে তোমার জন্য"-বলেছিলেন পাওলো কোয়েলহো। কারও জীবনে বিয়ের দিনটাই হতে পারে সেরা দিন। ভালবাসার শপথ যেখানে সারাজীবন একসঙ্গে থাকার সেখানে মৃত্যুও আলাদা করতে পারে না। রওডেন গো চেয়েছিলেন জীবনের সেই সেরা মূহূর্তটা উপভোগ করতে।

রওডেন ও লিজেলের সংসার ছিল পরিপূর্ণ। ২ বছরের ফুটফুটে মেয়ে জাকিয়া রাউজেল জীবনকে আরও সুন্দর করেছিল তাঁদের। আগামী ৮ জুলাই রউডেনের ৩০ বছরের জন্মদিনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু বাধ সাধল সময়। ধরা পড়ল দূরারোগ্য ক্যান্সার বাসা বেঁধেছে রউডেনের শরীরে। চতুর্থ পর্যায়ে থাকা ক্যান্সার চিকিত্‍সায় সারা প্রায় অসম্ভব। পরিবার ও বন্ধুবান্ধবরা এগিয়ে আসেন রউডেনের শেষ ইচ্ছা পূরণে। ১২ ঘণ্টার পরিশ্রমে অবশেষে পূরণ হল ইচ্ছা।

রউডেনের এক বন্ধু জানালেন, হাসপাতালের বাইরে ওকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই আমরা চার্চ নিয়ে আসি হাসাপাতালেই। বিয়ে হয় দুজনের। আর বিয়ের ১০ ঘণ্টার মধ্যেই শান্তিতে চিরঘুমে ঢলে পড়ে রউডেন। এ এক হৃদয় বিদারক রূপকথা।

দেখুন রউডেন লিজেলের বিয়ের ভিডিও,





First Published: Tuesday, July 1, 2014, 23:07


comments powered by Disqus