Last Updated: Tuesday, July 1, 2014, 23:07
"যখন তুমি কিছু মন থেকে চাও, সারা বিশ্বব্রহ্মাণ্ড পরিকল্পনা করে তোমার জন্য"-বলেছিলেন পাওলো কোয়েলহো। কারও জীবনে বিয়ের দিনটাই হতে পারে সেরা দিন। ভালবাসার শপথ যেখানে সারাজীবন একসঙ্গে থাকার সেখানে মৃত্যুও আলাদা করতে পারে না। রওডেন গো চেয়েছিলেন জীবনের সেই সেরা মূহূর্তটা উপভোগ করতে।