Eantaly death

এন্টালিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এন্টালি থানা এলাকায়। মৃতের নাম শেখ আনোয়ার হোসেন। এন্টালির মীর মেহের আলি লেনের বাসিন্দা শেখ আনোয়ার পেশায় প্লাস্টিক কারখানার কর্মী। আজ সকাল দশটা নাগাদ কয়েকজন যুবকের সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি। এরপর বিকেল তিনটে নাগাদ দুজন যুবক শেখ আনোয়ারের বাড়িতে খবর দেন, কনভেন্ট রোডের একটি পরিত্যক্ত জুটমিলে লোহা চুরি করতে গিয়ে পাঁচিল থেকে পড়ে যায় আনোয়ার।

তাকে ভ্যানে করে নিয়ে এসে রেলব্রিজের ধারে খালের পাশে রাখা হয়েছে। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাস্থলে পৌছয় এন্টালি থানার পুলিস। শেখ আনোয়ারের দেহের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে। আনোয়ারের দুই সঙ্গী আবসার ও বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। পরিবারের দাবি, খুন করা হয়েছে আনোয়ারকে। আটক যুবকেরা মাদকাসক্ত বলে দাবি পুলিসের।

First Published: Sunday, May 25, 2014, 21:06


comments powered by Disqus