elntaly - Latest News on elntaly| Breaking News in Bengali on 24ghanta.com
এন্টালিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

এন্টালিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

Last Updated: Sunday, May 25, 2014, 21:06

এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এন্টালি থানা এলাকায়। মৃতের নাম শেখ আনোয়ার হোসেন। এন্টালির মীর মেহের আলি লেনের বাসিন্দা শেখ আনোয়ার পেশায় প্লাস্টিক কারখানার কর্মী। আজ সকাল দশটা নাগাদ কয়েকজন যুবকের সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি। এরপর বিকেল তিনটে নাগাদ দুজন যুবক শেখ আনোয়ারের বাড়িতে খবর দেন, কনভেন্ট রোডের একটি পরিত্যক্ত জুটমিলে লোহা চুরি করতে গিয়ে পাঁচিল থেকে পড়ে যায় আনোয়ার।