Last Updated: July 22, 2013 13:50

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত চিনের উত্তর পশ্চিমাঞ্চল। মৃত্যু হয়েছে ৯০ জনের। জখমের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। গানসু প্রদেশের কুড়ি হাজার বাড়ি ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে।
বিপর্যস্ত হয়ে পড়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা। সামরিক ও অসামরিক বাহিনীকে যুদ্ধকালীন ততপরতায় উদ্ধারকাজে নামানো হয়েছে।
স্থানীয় সময় সকাল সোয়া সাতটায় ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পশ্চিম চিনের গানসু প্রদেশ। ভূমিকম্পের কেন্দ্র গানসুর প্রাদেশিক রাজধানী লানঝু থেকে একশো সত্তর কিমি দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ছয়। কম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে মাত্র কুড়ি কিমি গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে।
ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে গানসুর মিনজিয়ান ও ঝাঙজিয়ান এলাকা। ঝাঙজিয়ানে সাড়ে পাঁচ হাজারেরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। মিনজিয়ানে টেলি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। ঝাঙজিয়ানের ১৩টি শহরের সঙ্গেও টেলিযোগাযাগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মিচুয়ান ও পুমা শহরও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের ঝটকা লেগেছে আশেপাশের শহরেও। ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। উদ্ধার ও ত্রানে হাত লাগিয়েছে রেডক্রস সোসাইটি। আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি শুরু হলে ত্রাণ ও উদ্ধারকাজে বিঘ্ন হতে পারে।
First Published: Monday, July 22, 2013, 21:44