Last Updated: Tuesday, October 15, 2013, 16:54
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২দ। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। বিধস্ত সেবু, বোহল, মানদেয়ু সহ ফিলিপিন্সের একাধিক শহর। ভেঙে পড়েছে অসংখ্য বহুতল। খালি করে দেওয়া হয়েছে হাসপাতাল, স্কুল।