Last Updated: December 22, 2012 23:10

আজ রাত দশটা বাইশ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় কলকাতায়। মৌসম ভবনসূত্রে খবর, ভারত-মায়ানমার সীমান্তে ভূপৃষ্ঠের ১১৫ কিলোমিটার গভীরে কম্পনের উত্সস্থল। রিখটার স্কেলে মাত্রা ৫.৭।
ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এবং উত্তরবঙ্গের সব জেলায়। বাংলাদেশের কিছু এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়।
First Published: Saturday, December 22, 2012, 23:10