Last Updated: August 3, 2013 12:05

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের কিশটওয়ার ও ডোড়া জেলা। গতকালও কিশটওয়ারে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
শনিবার রাত ৩টে নাগাদ ভূমিকম্প প্রথম অনুভূত হয়। নয় সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প। এই কম্পন থেকে দুটি আফটার শকও তৈরি হয়। রাতেই স্থানীয় মানুষ ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন। তবে কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
First Published: Saturday, August 3, 2013, 12:05