Last Updated: October 27, 2012 19:31

আগামী সপ্তাহে তিনটে ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। দুটো আই লিগের মাঝে ঘরোয়া লিগের ম্যাচ খেলতে হবে লাল-হলুদ শিবিরকে। সূচি নিয়ে বেশ ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে লাল-হলুদ অধিনায়ক সঞ্জু প্রধানের মতে, তাদের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী। তাই অসুবিধা হওয়ার কথা হয়।
দুটো আই লিগের ম্যাচের মাঝে ঘরোয়া লিগের ম্যাচে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মাঠে নামাতে চান মরগ্যান। ইস্টবেঙ্গল কোচ পরিষ্কার বলছেন,ডেম্পো ম্যাচের আগে কোনও ঝুঁকি নিতে চান না তিনি। চতুর্থ বিদেশি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ মরগ্যান। প্রাথমিকভাবে একজনকে পছন্দ হলেও, অস্ট্রেলিয়ান ফুটবলারটি চোট পেয়ে যাওয়ায় আর আসতে পারছেন না। মরগ্যান বলছেন দলের জন্য যোগ্য বিদেশিকে খোঁজা হচ্ছে,যতদিন না তাঁকে পাওয়া যাচ্ছে, ততদিন কাউকে আনা হবে না। যদিও অধিনায়ক সঞ্জু প্রধান বলছেন, দলের স্বার্থে দ্রুত একজন বিদেশিকে আনা উচিত ক্লাবের।
এদিকে, মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে ক্রীড়াব্যক্তিত্বদের। ক্লাবের প্রাক্তন অধিনায়ক শান্ত মিত্রের হাতে তুলে দেওয়া হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। জুনিয়ার জাতীয় নির্বাচক কমিটিতে জায়গা পাওয়ার জন্য সংবর্ধিত করা হবে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। একইমঞ্চে সংবর্ধিত হবেন সিনিয়ার বাংলার দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান দীপ দাশগুপ্ত। অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বাংলার দুই সদস্য সন্দীপন দাস আর রবিকান্ত সিংকেও সংবর্ধিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র আর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
First Published: Saturday, October 27, 2012, 19:31