Last Updated: Sunday, December 30, 2012, 19:29
কারও সর্বনাশ, কারও আবার ফিরছে পৌষমাস। গঙ্গাপাড়ের ক্লাব আই লিগ থেকে নির্বাসিত হওয়ার পরদিন জয়ে ফিরল পদ্মাপাড়ের ক্লাব। পরপর দু ম্যাচ হারের পর আই লিগে জয়ের রাস্তা খুঁজে পেল ট্রেভর জেমস মরগ্যানের দল। সঞ্জু প্রধানের জোড়া গোলে পৈলান অ্যারোজকে ৩-০ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল।