Last Updated: February 5, 2013 18:34
ইস্টবেঙ্গল (৪) ইস্টার্ন রেল (১)শনিবার আই লিগে ডার্বি ম্যাচের আগে দুই ক্লাবই এখন গোল উত্সবে মেতে। মনোবল বাড়ানোর ওষুধ হিসাবে কলকাতা লিগে বড় জয়ের সন্ধানে নেমে সফল দুই বড় দলই। সোমবার মোহনবাগান যে ব্যবধানে এরিয়ানকে হারিয়েছিল,একই ব্যবধানে ইস্টার্ন রেলকে হারাল ইস্টবেঙ্গল।
কল্যাণীতে ইস্টার্ন রেলকে ৪-১ গোলে হারিয়ে দিল ট্রেভর মরগ্যানের দল। সোমবার ঘরোয়া লিগের ম্যাচে একই ব্যবধানে জিতেছিল মোহনবাগান। মরগ্যানকে স্বস্তি দিয়ে ডার্বির আগে গোলে ফিরলেন ইস্টবেঙ্গলের দুই স্ট্রাইকার রবিন সিং আর বোরিসিচ। লাল-হলুদ জার্সি গায়ে প্রথম গোল করলেন লাল-হলুদের অসি স্ট্রাইকার বোরিসিচ।
First Published: Tuesday, February 5, 2013, 18:36