Last Updated: February 16, 2013 18:15
ইস্টবেঙ্গল (৪) সাদার্ন সমিতি (০)(বলজিত-২, চিডি, খাবরা) ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের দাপট চলছেই। সুপার নাইনে টানা চার ম্যাচ জিতে লিগে শীর্ষস্থান ধরে রাখল লাল-হলুদ শিবির। আর ঘরোযা লিগে টানা চার নম্বর জয়ের ম্যাচে চার গোল দিল লাল হলুদ। আগের ম্যাচে কালিঘাট এম এস-কে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর শনিবার কল্যাণীতে সাদার্ন সমিতিকেও চার গোল দিল মরগ্যানের দল। চোট থাকায় এদিন মাঠে নামেননি বোরিসিচ। তাই তিন বিদেশি হিসাবে ওপারা,পেন আর চিডিকে মাঠে নামিয়েছিলেন মরগ্যান।
প্রথমার্ধে ইস্টবেঙ্গলের দাপট থাকলেও গোলমুখ খুলতে পারেননি বলজিত,চিড্ডিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে চাপ বাড়ান পেনরা। আর তাতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে সাদার্নের ডিফেন্স। ছয় মিনিটের মধ্যে জোড়া গোল করেন বলজিত। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন চলতি মরসুমে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা চিডি। খাবরা-র পাস থেকে গোল করে চিডি উতসর্গ করেন তাঁর সদ্যজাত প্রিন্সেস-কে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিটে আগে জোরালো শটে গোল করে যান খাবরা-ও। বড় ব্যবধানে জয়ের পাশাপাশি স্ট্রাইকারদের ফর্ম নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে মরগ্যানকে। সেই সঙ্গে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগোল ইস্টবেঙ্গল।
First Published: Saturday, February 16, 2013, 20:21