Last Updated: Tuesday, January 21, 2014, 21:51
চিডির জোড়া গোলের জয় কাজে এল না, ফেডারেশন কাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিযন ইস্টবেঙ্গল। আজ বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারালেও অন্য ম্যাচে স্পোর্টিং ক্লাবের জয় ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ করল। গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল একটি জয়, একটা ড্র, একটা পরাজয়ের ফলে পয়েন্ট দাঁড়ায় 4। সেখানে তিনিটে ম্যাচের মধ্যে দুটিতে জেতায় স্পোর্টিং ক্লাবের পয়েন্ট দাঁড়াল 6।