Last Updated: May 24, 2013 18:57

এএফসির আপত্তিতে সরকারী খাতায় নাম বদলাতে চলেছে ইস্টবেঙ্গলের। এমনিতে কিংফিশার ইস্টবেঙ্গল নামে পরিচিত হলেও কোম্পানি অফ রেজিস্ট্রার্স-এ ক্লাব নথিভূক্ত ইউনাইটেড ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড নামে। কিন্তু দুজায়গায় দুরকম নাম থাকা নিয়ে আপত্তি জানিয়েছে এএফসি। তাই এবার কিংফিশার ইস্টবেঙ্গল নামটাই কোম্পানি হিসাবে নথিভূক্ত হতে চলেছে।
এদিকে এএফসি কাপের জন্য ইস্টবেঙ্গলকে বাড়তি বাজেট বরাদ্দ করল ইউ বি গ্রুপ। সেপ্টেম্বরে একমাত্র ভারতীয় ক্লাব হিসাবে এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। সেজন্য যা বাড়তি খরচ হবে, তা দেবে ক্লাবের প্রধান স্পনসর ইউ বি গ্রুপ।
First Published: Friday, May 24, 2013, 18:57