Last Updated: Friday, May 24, 2013, 18:57
এএফসির আপত্তিতে সরকারী খাতায় নাম বদলাতে চলেছে ইস্টবেঙ্গলের। এমনিতে কিংফিশার ইস্টবেঙ্গল নামে পরিচিত হলেও কোম্পানি অফ রেজিস্ট্রার্স-এ ক্লাব নথিভূক্ত ইউনাইটেড ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড নামে। কিন্তু দুজায়গায় দুরকম নাম থাকা নিয়ে আপত্তি জানিয়েছে এএফসি। তাই এবার কিংফিশার ইস্টবেঙ্গল নামটাই কোম্পানি হিসাবে নথিভূক্ত হতে চলেছে।