ঘরের মাঠে কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল

ঘরের মাঠে কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল

ঘরের মাঠে কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল (০) জর্জ টেলিগ্রাফ (০)
ঘরোয়া লিগে আটকে গেল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল ট্রেভর মরগ্যানের দল। মঙ্গলবার রিজার্ভ বেঞ্চের দলই মাঠে নামিয়েছিলেন লাল-হলুদ কোচ। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ফুটবলারদের খেলায় কোনও ছন্দ খুঁজে পাওয়া যায়নি। বিরতির ঠিক আগে গোলের সুযোগ নষ্ট করেন সৈকত সাহা রায়। দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে পাওযা যায় ইস্টবেঙ্গলকে।

বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন ডিকা,বলজিত-রা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন করেন মরগ্যান। মাঠে নামান অ্যালভিটো,লেন আর সুশান্ত ম্যাথুকে। পরিবর্ত হিসাবে নেমে ঝলক দেখান অ্যালভিটো। যদিও গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবলাররা। দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি না হলেও হতাশ নন কোচ মরগ্যান।

First Published: Tuesday, November 6, 2012, 20:05


comments powered by Disqus