Last Updated: Tuesday, November 6, 2012, 20:05
ঘরোয়া লিগে আটকে গেল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল ট্রেভর মরগ্যানের দল। মঙ্গলবার রিজার্ভ বেঞ্চের দলই মাঠে নামিয়েছিলেন লাল-হলুদ কোচ। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ফুটবলারদের খেলায় কোনও ছন্দ খুঁজে পাওয়া যায়নি। বিরতির ঠিক আগে গোলের সুযোগ নষ্ট করেন সৈকত সাহা রায়। দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে পাওযা যায় ইস্টবেঙ্গলকে।