টোলগের বিরুদ্ধে মামলা ইস্টবেঙ্গলের

টোলগের বিরুদ্ধে মামলা ইস্টবেঙ্গলের

টোলগের বিরুদ্ধে মামলা ইস্টবেঙ্গলেরটোলগে ওজবের বিরুদ্ধে মামলা করল ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার সিটি সিভিল কোর্টে দলত্যাগী অসি গোলমেশিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্লাবের তরফে। ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, টোলগেকে দু-তিনবার ক্লাবে আসার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু একবারও ক্লাবে আসেননি অসি গোলমেশিন। তার উপর ক্লাবের থেকে অগ্রিমও নিয়েছেন তিনি। টোলগের টোকেনও রয়েছে ক্লাবের কাছে। এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে টোলগের যোগদানকে তাই আইনবিরুদ্ধ বলেই চিহ্নিত করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। আদালতের কাছে ক্লাব আবেদন জানিয়েছে, টোলগেকে যেন ইস্টবেঙ্গলের পক্ষে রেজিস্ট্রেশন করতে নির্দেশ দেওয়া হয়।

First Published: Tuesday, June 5, 2012, 22:55


comments powered by Disqus