জর্ডনে গা ঘামাল ইস্টবেঙ্গল

জর্ডনে গা ঘামাল ইস্টবেঙ্গল

জর্ডনে গা ঘামাল ইস্টবেঙ্গলজর্ডনে পৌঁছে এএফসি কাপের ম্যাচের আগে অনুশীলন সারল টিম ইস্টবেঙ্গল। তবে মূল স্টেডিয়ামে অনুশীলন না করে টিম হোটেল থেকে প্রায় ৪০ মিনিট দূরত্বে অন্য একটি মাঠে গা ঘামান টোলগে, পেনরা। মঙ্গলবার অনুশীলনে চোট পান হরমোনজিত সিং খাবরা।

বুধবারের ম্যাচে এই লাল-হলুদ মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘরের মাঠে আল আরুবার কাছে হারতে হয়েছিল মরগ্যানের দলকে। তা সত্ত্বেও অ্যাওয়ে ম্যাচে ইয়েমেনের দলটির বিরুদ্ধে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ শিবির। বুধবার ৩ বিদেশি নিয়ে খেলতে পারে ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসাবে মাঠে নামতে পারেন এডমিলসন।

পরপর ৪টি ম্যাচ হেরে আগেই এএফসি কাপ থেকে ছিটকে গেছে ইস্টবেঙ্গল। তাই জর্ডন থেকে সম্মানজনক ফল করে ফিরতে চাইছেন মরগ্যান। এখন জর্ডনের আবহাওয়া বেশ ভাল। আম্মানের তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করে। বুধবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টায় শুরু হবে ইস্টবেঙ্গল বনাম আল আরুবা ম্যাচ।

First Published: Tuesday, April 24, 2012, 23:46


comments powered by Disqus