Last Updated: Tuesday, April 24, 2012, 23:46
জর্ডনে পৌঁছে এএফসি কাপের ম্যাচের আগে অনুশীলন সারল টিম ইস্টবেঙ্গল। তবে মূল স্টেডিয়ামে অনুশীলন না করে টিম হোটেল থেকে প্রায় ৪০ মিনিট দূরত্বে অন্য একটি মাঠে গা ঘামান টোলগে, পেনরা। মঙ্গলবার অনুশীলনে চোট পান হরমোনজিত সিং খাবরা।