Last Updated: October 11, 2011 23:30

ভিয়েতনামে বিটিভি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ ম্যাচে ব্রাজিলের মাতসুবারা ক্লাবের কাছে শূন্য-এক গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। কার্ড সমস্যায় ছিলেন না টোলগে। খেলতে পারেননি অ্যালান গও।তাই দুই বিদেশি নিয়েই মাঠে নামতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ট্রেভর মরগ্যানের দলের সামনে। আঠেরো মিনিটে নির্মল ছেত্রীর হেড পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিটের মধ্যেই স্ট্রাইকার অলিভিয়েরার গোলে এগিয়ে যায় মাতসুবারা। পিছিয়ে পড়লেও দমে যায়নি ইস্টবেঙ্গল। আক্রমনে চাপ বাড়ান পেন,ভাসুমরা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোলের সুযোগও তৈরি করে তারা। সঞ্জু প্রধানের ক্রশ থেকে ভাসুমের নেওয়া হেড অনবদ্যভাবে বাঁচান ব্রাজিলের দলটির গোলকিপার। শুধু এক্ষেত্রেই নয়,বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান ব্রাজিলের দলটির গোলকিপার। খেলার একেবারে শেষ লগ্নে লালকার্ড দেখে মাঠে ছাড়তে হয় ওরজি পেনকে। ফেডকাপের ফাইনালে হারের পর একটিও ম্যাচ না জিতেই ভিয়েতনাম সফর শেষ করল ইস্টবেঙ্গল।
First Published: Tuesday, October 11, 2011, 23:30