Last Updated: Tuesday, March 11, 2014, 15:22
চারদিন পেরিয়ে গেলেও এখনও রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান MH-370। মেলেনি কোনও ধ্বংশাবশেষ। তল্লাসি অভিযান চালাচ্ছে নটি দেশের প্রায় ৪০টি জাহাজ এবং ৩৪টি বিমান। চিনের পক্ষ থেকে একাজে ১০টি স্যাটেলাইটেরও সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু কোথাও নিখোঁজ বিমানটির চিহ্নমাত্র পাওয়া যায়নি। তল্লাসি চলছিল। আরও জোরদার করা হচ্ছে। বাড়ানো হয়েছে তল্লাসির পরিধি। কিন্তু এখনও পর্যন্ত সবই নিষ্ফলা। সময় যত এগোচ্ছে, রহস্য ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH-370-কে ঘিরে।