Last Updated: September 27, 2011 21:19
বর্ষসেরা ফুটবলার হলেন ইস্টবেঙ্গলের মেহতাব হোসেন।
সোমবার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের বিচারে তাঁকে এই সম্মান দেওয়া হয়।
ইতিমধ্যেই আই লিগের সেরা মিড ফিল্ডার নির্বাচিত হয়েছেন মেহতাব।
ইস্টবেঙ্গলের সেরা ফুটবলারও হয়েছেন তিনি।
সব সেরার শিরোপায় অভিভূত মেহতাব।
ফেডারেশন কাপ ফাইনালে চোট সারিয়ে তিনি খেলবন কিনা,তা নিয়ে সংশয় রয়েছে।
কিন্তু মেহতাবের এই স্বীকৃতি দলকে অনেকটাই মোটিভেট করবে বলেই মত মেহতাবের সতীর্থদের।
আর সতীর্থদের প্রসঙ্গ উঠতেই,মেহতাবের দাবি,টোলগ-পেনদের মত ফুটবলারদের পাশে খেলাতেই তিনি খুঁজে পেয়েছেন সাফল্যের চাবি।
পাশাপাশি সমর্থকদের পছন্দতেও সেরা ফুটবলার হয়েছেন মেহতাব।
সমর্থকদের পছন্দে এশিয়া কাপের সেরা ফুটবলার হয়েছেন সুব্রত পাল।
সেরা বিদেশি ফুটবলার বেটো এবং সেরা কোচ হয়েছেন করিম বেঞ্চারিফা।
First Published: Tuesday, September 27, 2011, 21:19