Last Updated: March 29, 2014 23:17
বেঙ্গালুরু এফসি ড্র করার পর আইলিগে ফের আশার আলো দেখতে পাচ্ছে ইস্টবেঙ্গল । রবিবার যুবভারতীতে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে এই পড়ে পাওয়া সুযোগ হাতছাড়া করতে নারাজ ইস্টবেঙ্গল। মুম্বই এফসি ম্যাচে একেবারে শেষমূহুর্তে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে। শেষমূহূর্তে গোল হজম করা নিয়ে সুখে নেই ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো। কালু-বৈমাদের বিরুদ্ধে খেলতে নামার আগে কোলাসোর দাবি,এই আইলিগে এখন সবকিছুই সম্ভব। কিন্তু তার আগে তিন পয়েন্ট পেয়ে কাজে লাগাতে হবে সুযোগগুলি।
অন্যদিকে মোহনবাগান,মহমেডান স্পোর্টিং য়ের কাছে হারের পর এবার স্পোর্টিংয়ের সামনে কলকাতার আরেক দল ইস্টবেঙ্গল। স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ অস্কার ব্রুজের মতে তাঁর দলের অবস্থা এখন আহত ষাঁড়ের মত। দেশের সবচেয়ে বড় খেলা বুল ফাইটের উদাহরণ টেনে স্পোর্টিংয়ের স্প্যানিশ কোচ জানান,লিগে টিকে থাকতে গেলে লাল হলুদকে সজোরে গুঁতো দেওয়া ছাড়া উপায় নেই।
First Published: Saturday, March 29, 2014, 23:17