Last Updated: Monday, January 6, 2014, 22:25
ভোট মিটলেও অশান্তি পিছু ছাড়ছে না বাংলাদেশের। আজও বাংলাদেশে হিংসায় ছজনের মৃত্যু হয়েছে। নির্বাচন বাতিলের দাবিতে আজ থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি সহ ১৮ দলের জোট। বিএনপির হুঁশিয়ারি, নতুন করে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে তবেই থামবে আন্দোলন। শেখ হাসিনার পাল্টা হুমকি, ভোটে যারা অশান্তি করেছে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। নির্দলীয় তদারকি সরকারের নজরদারিতে ভোট। এই দাবিতেই আন্দোলনে নামে বিএনপি সহ ১৮ দলের জোট। আর সেই আন্দোলনের আগুনেই পুড়েছে বাংলাদেশ। ফের ক্ষমতায় ফিরে তাই শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, অশান্তির আগুন যারা জ্বালিয়েছে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না।