Last Updated: October 28, 2012 19:39

এবারের আই লিগে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লক্ষ্মীপূজোর বিকেলে যুবভারতীতে মরগ্যানের দলের প্রতিপক্ষ পুণে এফ সি। ফেডারেশন কাপ জয়ের পর আই লিগের শুরুটাও বেশ ভাল করেছে লাল-হলুদ শিবির। দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছেন চিড্ডিরা। আগামী সপ্তাহে পুণে এফ সি-র পাশাপাশি ডেম্পোর সঙ্গেও খেলতে হবে ইস্টবেঙ্গলকে। মরগ্যান বলছেন, এই দুটো ম্যাচ থেকে ছয় পয়েন্টই তাঁর লক্ষ্য। তবে কিছুতেই হারা চলবে না।
দু`সপ্তাহের বিশ্রামে ইস্টবেঙ্গল ফুটবলাররা এখন বেশ তরতাজা। দলে চোটসমস্যাও নেই। আক্রমণভাগে তাই চিড্ডির সঙ্গে শুরু করতে পারেন মননদীপ সিং।
আই লিগে প্রথম দুম্যাচ জিতে শুরুটা ভাল করেছে ডেরেক পেরেরার দল। তাই জেমস মগা,জেজে সমৃদ্ধ পুণেকে বেশ সমীহ করছে ইস্টবেঙ্গল শিবির। তবে পুণে এফ সি-র বিরুদ্ধে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চান ইস্টবেঙ্গল অধিনায়ক সঞ্জু প্রধান। ইস্টবেঙ্গল আর পুণে এফ সি-দুটো দলেই ভারসাম্য রয়েছে। তা ছাড়া দুটো দলের বিদেশিরাই বেশ ভাল। তাই সোমবার হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করা হচ্ছে।
First Published: Sunday, October 28, 2012, 19:41