Last Updated: May 26, 2013 20:54

মান্দার চূড়ায় এবার দেখা যাবে ইস্টবেঙ্গলের পতাকা। মান্দা অভিযানে যাচ্ছেন নীলকণ্ঠ অভিযাত্রী সংঘের হয়ে কলকাতা পুলিসের আধিকারীক শান্তনু চ্যাটার্জি। গত কয়েকবছর ধরেই কারও না ওঠা পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন তিনি। অভিযানে যাওয়ার আগে সদস্যদের উতসাহিত করেন ইস্টবেঙ্গলের কর্মসমিতির অন্যতম সদস্য ঋত্বিক দাস আর প্রাক্তন পুলিস কমিশনার প্রসূন মুখার্জি।
First Published: Sunday, May 26, 2013, 20:54