Last Updated: April 28, 2014 10:07

ফের ইডির মুখোমুখি নাট্যকর্মী এবং তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। আজ সকালে বিধাননগরের ইডি দফতরে যান তিনি। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে গতকালই ফের অর্পিতা ঘোষকে তলব করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছুক্ষণ সময় ধরে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে ইডি।
এর আগে শুক্রবারই ইডি দফতরে টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অর্পিতা ঘোষকে। ইডি সূত্রে খবর, আগের দিন জিজ্ঞাসাবাদে অর্পিতা বেশ কিছু গুতুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি কিছু নথিপত্রও ইডিকে দেবেন বলে জানিয়েছেন। তদন্তকারীদের আশা, অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর দেওয়া নথি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।
First Published: Monday, April 28, 2014, 10:30