Last Updated: May 27, 2014 19:45

সারদা কেলেঙ্কারির তদন্তে এবার কলকাতা পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল ইডি। সারদার ডায়মন্ডহারবার রোডের অফিসে ইডির তল্লাসি ঘিরে দিনভর চলল নাটক। বেহালার ৪৫৫ নম্বর ডায়মন্ড হারবার রোডের অফিসে সকাল এগারোটা থেকে তল্লাসির কথা ছিল ইডির।
প্রায় একবছর ধরে তালাবন্ধ অফিসের চাবি রয়েছে বেহালা থানার কাছে। সকাল সাড়ে দশটা নাগাদ পুলিসের থেকে চাবি নিতে বেহালা থানায় পৌছে যান ইডির অফিসাররা।
অভিযোগ, ইডির কর্তাদের সারদার অফিসের চাবি দিতে টালবাহানা করে পুলিস। এগারোটা থেকে তল্লাসির কথা থাকলেও, তা শুরু করতে পেরিয়ে যায় চার ঘণ্টারও বেশি সময়। বিস্তর টালবাহানার পর বিকেল তিনটে নাগাদ ইডির কর্তাদের হাতে অফিসের কিছু চাবি তুলে দেয় পুলিস। সেই চাবিগুলি দিয়ে অফিসের কিছু শাটার খোলা গেলেও, অনেক শাটারই খোলা সম্ভব হয়নি। এরপরই তালাগুলি ভাঙার সিদ্ধান্ত নেয় ইডি। তালা ভেঙে তল্লাসি শুরু করতে বিকেল গড়িয়ে যায়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কলকাতা পুলিসের কর্তারা।
First Published: Tuesday, May 27, 2014, 19:45