সারদা থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন মিঠুন, ৭ দিনের মধ্য তলব ইডির

সারদা থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন মিঠুন, ৭ দিনের মধ্য তলব ইডির

সারদা থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন মিঠুন, ৭ দিনের মধ্য তলব ইডির সারদা কাণ্ডে এবার সমন পাঠানো হল মিঠুন চক্রবর্তীকে। গতকাল মিঠুনকে সমন পাঠায় ইডি। অভিনেতার মুম্বইয়ের বাড়িতে সমন পাঠানো হয়। সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন। সেখান থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন তিনি। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৭ দিনের মধ্যে দিল্লি বা কলকাতায় তাঁকে দেখা করার নির্দেশ দিয়েছে ইডি।

অন্যদিকে, সারদা কাণ্ডে জামিন পেয়েছেন সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্‍ সেন। আজ ব্যাঙ্কশাল কোর্টে জামিন মঞ্জুর হয় তার। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। আগামিকাল ছাড়া পেতে পারেন সুদীপ্ত পুত্র।

First Published: Wednesday, June 18, 2014, 18:15


comments powered by Disqus