Sarada case - Latest News on Sarada case| Breaking News in Bengali on 24ghanta.com
সারদা থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন মিঠুন, ৭ দিনের মধ্য তলব ইডির

সারদা থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন মিঠুন, ৭ দিনের মধ্য তলব ইডির

Last Updated: Wednesday, June 18, 2014, 18:15

সারদা কাণ্ডে এবার সমন পাঠানো হল মিঠুন চক্রবর্তীকে। গতকাল মিঠুনকে সমন পাঠায় ইডি। অভিনেতার মুম্বইয়ের বাড়িতে সমন পাঠানো হয়। সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন। সেখান থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন তিনি। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৭ দিনের মধ্যে দিল্লি বা কলকাতায় তাঁকে দেখা করার নির্দেশ দিয়েছে ইডি।